টেম্পলেট ডিজাইনার ব্যাবহার করে ব্লগারে সিএসএস কোড'স (CSS Codes) যোগ করার পদ্ধতিঃ
ধাপ-১ঃ ব্লগার ড্যাশবোর্ড প্রবেশ করুন। এরপর টেমপ্লেট ডিজাইনা →কাস্টমাইজ (CUSTOMIZE) →এডভানসে (ADVANCED) →অ্যাড সিএসএসে (ADD CSS) এ ক্লিক করুন।
ধাপ-২ঃ এখানে আপনি যেকোনো সিএসএস কোড অ্যাড (Add) করতে পারবেন যখন আপনি ব্লগে নতুন কোন স্টাইল (Style) দিবেন।
ধাপ-৩ঃ সিএসএস কোড অ্যাড (Add) করা হয়ে গেলে অ্যাপ্লাই টু ব্লগে (Apply To Blog) ক্লিক (click) করে বের হয়ে আসুন।
(লক্ষ্য করুনঃ আপনার ব্লগের টেম্পলেট পরিবর্তন করলে সিএসএস কোড
স্বয়ংক্রিয়ভাবে রিমুভ (Remove) হয়ে যাবে।)
No comments:
Write comments