How to use an Android phone as a Computer's web camera ?
বার দেখা হয়েছে.
Read in English বাংলায় পড়ুন
Using Web Camera in Skype,Messenger callhas received widespread popularity. But now Android is more popular than that, Because everyone knows that android has available Skype or Messenger call system and a lot more advanced messenger call system. What would have happened if, we could use a android phone instead of web camera in PC. What ??? Yes, Itis now possible because of the Advancements in technology and the new Android app.process:
Methods to Use Android Phone As Web Camera:
Step-1: What you'll Need:
1. WiFi Connection (The computer and android must be connected to the same WI-Fi)
2. You must have Skype/Google Chrome/Fire Fox installed on your computer.
Step-2:Open the Android App। Change the settings as needed। Here you can control The resolution, efficiency, orientation, Which camera you want to use (Front or Back Camera), The maximum frames per secondand focus mode.If you want to secure the connectionyou can set login and password. After completion of Settings go below/down and click on start server button.
Step-3:At the bottom of your phone screen you will see an IP address.In Chrome or Firefox Go tothis addressAnd select "Use browser built-in viewer"
Your browser will display the video feed from your phone.
Step-4:Open your computer's IP camera adapter. And change it "http://:" with showing the IP address and port in your phone. without this part "/videofeed". It will be something like this: "http://192.168.248.207:8080/videofeed".
Step-5:When you start Skype. It will auto detect the video feed from your phone, will be recognized as the webcam :D.
ওয়েব ক্যামেরা ব্যাবহার স্কাইপ, মেসেঞ্জার কল এসব ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে । এর থেকেও বর্তমান অ্যানড্রইড আরও জনপ্রিয় , কারন সবাই জানে যে অ্যানড্রইডের ভিতর স্কাইপ, মেসেঞ্জার কল সহ আর ও অনেক উন্নত মেসেঞ্জার ও কল সিস্টেম ব্যাবস্থা আছে। কিন্তু কেমন হত যদি এই অ্যানড্রইড ও ওয়েবক্যামরার পরিবর্তে পিসিতে ব্যাবহার করা যেত। কি ??? হ্যাঁ, এখন এটাও সম্ভব হচ্ছে প্রযুক্তির অগ্রগতি নিত্যনতুন অ্যানড্রইড অ্যাপের মাধ্যমে । ত চলুন দেখা যাক পদ্ধতিটা কি?????
অ্যানড্রইড ফোন (Andriod Phone) ওয়েব ক্যামেরা হিসাবে ব্যাবহারের পদ্ধতিঃ
ধাপ-১ঃ কি কি লাগবেঃ
১। ওয়াইফাই কনেকসন (WiFi Connection) (অ্যানড্রইড আর কম্পিউটার একই ওয়াইফাইতে কানেক্ট থাকতে হবে।)
২। কম্পিউটারে স্কাইপ / গুগল ক্রম / ফাইয়ার ফক্স ইন্সটল থাকতে হবে।
how to use andriod as pc's web camera (skype webcamera)
ধাপ-২ঃ অ্যানড্রইড অ্যাপটি (App) ওপেন করুন। সেটিংস (Settings) চাহিদা মাপসই পরিবর্তন করুন। এখানে রেজোলিউশান (resolution), দক্ষতা(quality) , ওরিয়েন্টেসন(the orientation), কোন ক্যামেরা ব্যাবহার করবেন, প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ফ্রেম এবং ফোকাস মোড ইত্তাদি নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া যদি আপনি কানেকশন নিরাপদ করতে চান তাহলে লগিন ও পাসওয়ার্ড সেট করতে পারেন। সেটিংস্ করা শেষ হলে নীচে যান এবং স্টার্ট সার্ভার (Start Server) বাটন চাপুন / ক্লিক করুন।
ধাপ-৩ঃ একটি আইপি ঠিকানা আপনার ফোন পর্দার নীচের অংশে দেখাতে পাবেন। Chrome বা Firefox এ এই ঠিকানায় যান এবং নির্বাচন (Select) করুন "Use browser built-in viewer"
আপনার ব্রাউজার আপনার ফোন থেকে ভিডিও ফিড দেখান শুরু করবে।
how to use andriod as pc's web camera (skype webcamera)
ধাপ-৪ঃ আপনার কম্পিউটারের আইপি ক্যামেরা অ্যাডাপ্টার (IP Camera Adapter) ওপেন করুন। এবং এটা "http://:" আপনার ফোনে যে আইপি অ্যাড্রেস আর পোর্ট দেখাচ্ছে তা দ্বারা পরিবর্তন করুন। এই অংশটা "/videofeed" বাদে। এটা কিছুটা এরকম হবে "http://192.168.248.207:8080/videofeed".
ধাপ-৫ঃ যখন আপনি স্কাইপ চালু করবেন। এটা অটো ভিডিও ফিড (the video feed) ডিটেক্ট ( detect) করবে আপনার ফোন থেকে আর ওয়েবক্যাম হিসাবে চিনে নিবে :D।
No comments:
Write comments