এখনই খেলুন, দেশী অ্যান্ড্রয়েড গেম "চোর, ডাকাত, পুলিশ, বাবু"

Wednesday, November 11, 2015

ব্লগারে কিভাবে ফ্রী ডোমেইন (Free Domain) সেটআপ করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল ব্লগারের পর্ব)

  icon
বার দেখা হয়েছে.

how to make a free site

ফ্রী ওয়েবসাইট তৈরি করার জন্য পর্ব-৩ এ দেখানো হবে কিভাবে ব্লগারে ফ্রী ডোমেইন (Free Domain) সেটআপ করবেন, তো চলুন দেখা যাক ধাপগুলো কি ? কি ?।

ব্লগারে ফ্রী ডোমেইন (Free Domain) সেটআপ (Setup) করার পদ্ধতিঃ


how to a setup free domain into blogger

ধাপ-১ঃ শুরুতে ব্লগার লগিন (Login) করে ড্যাশবোর্ডে যান এরপর, সেটিংস্‌ (Settings) → বেসিকে (Basic) ক্লিক করুন।

how to a setup free domain into blogger

ধাপ-২ঃ পাবলিশিং (Publishing) এর নিচে ব্লগ এড্রেসে লক্ষ্য করুন সেটআপ এ থার্ড পার্টি ইয়উআরএলে (Setup a 3rd Part Url) ক্লিক করুন। ডোমেইন নেম অ্যাড করার অপশন (Option) চলে আসবে।

how to a setup free domain into blogger

ধাপ-৩ঃ এবার এই সাইটে যান। এবং একটা ডোমেইন নেম নিয়ে নিন।
(উল্লেখঃ ডোমেইন নেম নেয়ার পদ্ধতি পর্ব-১ এ দেখানো হয়েছে)।

how to a setup free domain into blogger

ধাপ-৪ঃ ডোমেইন এড্রেসটা (Deomain Url) কপি (Copy) করে থার্ড পার্টি ইয়উআরএল বক্সে অ্যাড (Add) করে সেভ (Save) বাটনে (Button) ক্লিক করুন (এভাবে অ্যাড করবেন- www.sademotunes.tk)।

how to a setup free domain into blogger

how to a setup free domain into blogger

how to a setup free domain into blogger

ধাপ-৫ঃ কি এররর (Error) দেখা দিয়েছে। কারন তারা আপনার ডোমেইন নেমের অথরশিপ (Authorship) ভেরিফাই (Verify) করতে পারেনি। ডোমেইন নেমের অথরশিপ ভেরিফাই করবেন কিভাবে? একটু নিচের দিকে দেখুন ভিউ সেটিংস্‌ ইন্সট্রাকসন (View Settings Instruction) দেয়া আছে, ক্লিক করে টপ লেভেল ডোমেইন (Top Level Domain) সিলেক্ট করুন এরপর একটু নিচের দিকে দেখুন ৯ নাম্বারে কিছু আইপি অ্যাড্রেস (IP Address) দেয়া আছে ওগুলা কপি করে রাখুন আলাদা বা পেজটা খোলা রাখুন।

how to a setup free domain into blogger

ধাপ-৬ঃ এবার আবার ডোমেইন সাইটের ড্যাশবোর্ড যান ডোমেইনস (Domains) থেকে মাই ডোমেইনস (My Domains) সিলেক্ট করুন।

how to a setup free domain into blogger

ধাপ-৭ঃ যেই ডোমেইনটা ব্লগারে কাস্টম ডোমেইন (Custom domain) হিসেবে অ্যাড করবেন তার ডান পাস থেকে ম্যানেজ ডোমেইনে (Manage domain) ক্লিক করুন।

how to a setup free domain into blogger

ধাপ-৮ঃ এরপর ম্যানেজ ফ্রীনম ডিএনএসে (Manage Freenom DNS) ক্লিক করুন।

how to a setup free domain into blogger

how to a setup free domain into blogger


how to a setup free domain into blogger

ধাপ-৯ঃ পরের পেজ অ্যাড এ রেকর্ডে (Add A Record) পাশাপাশি দুইটা বক্স দেখবেন একটা নেম বক্স (Name Box) আরেকটা টার্গেট বক্স (Target Box) নেম বক্সে উপরের মত ব্লগারে নেম ইনফো (Name info) গুল অ্যাড করুন আর টার্গেট বক্সে ব্লগারের টার্গেট ইনফো আর ওই আইপি অ্যাড্রেস গুলো টাইপ করে সেভ (Save) করুন। ব্লগার পেজ থেকে নেম ও টার্গেট গুলো নিবেন, তার টাইপ (CNAME) দিতে হবে আর বাকিগুলা (A) থাকবে (উপরের ইমেজের (Image) মত)।

how to a setup free domain into blogger

ধাপ-১০ঃ সর্বশেষে থার্ড পার্টি ইয়উআরএল বক্সে ডোমেইনটা আবার টাইপ করে সেভ করুন। ব্যাস
(ডোমেইন অ্যাড প্রব্লেম (Problem) হলে পেজ রিফ্রেশ (Refresh) করুন )



এভাবে খুব সহজে ব্লগারে ফ্রী ডোমেইন (Free Domain) সেটআপ করতে পারবেন।

ভিডিও টিউটোরিয়ালঃ এখনে ক্লিক করুন

No comments:
Write comments

Like

রিসেন্ট পেজ ভিউ