এখনই খেলুন, দেশী অ্যান্ড্রয়েড গেম "চোর, ডাকাত, পুলিশ, বাবু"

Monday, August 31, 2015

পেইন্টের (Paint) মাধ্যমে দুটি ছবি কিভাবে কাস্টমাইজ (Customize) অথবা যুক্ত (Join) করবেন ?

  icon
বার দেখা হয়েছে.

Paint


পেইন্টের মাধ্যমে দুটি ছবি কাস্টমাইজ অথবা যুক্ত করার পদ্ধতিঃ

ধাপ-১ঃ দুইটি ছবির মধ্যে যেটি যুক্ত করবেন সেটি প্রথমে পেইন্ট (Paint) দ্বারা ওপেন (Open) করুন। পুরো ছবিটা সিলেক্ট (Select) করে কাট (Cut) করুন নিচের মত করে।

customize or combine two pictures via paint-1

ধাপ-২ঃ এবার দ্বিতীয় ছবিটি পেইন্ট দ্বারা ওপেন করুন। পেস্টে (Paste) ক্লিক করুন।

customize or combine two pictures via paint-2

ধাপ-৩ঃ জায়গামত পেস্ট করে সেভ (Save) করে নিন।

Cars Image

এভাবে আপনার পেইন্টের (Paint) মাধ্যমে ছবি কাস্টমাইজ (Customize) অথবা যুক্ত করতে পারবেনে।

No comments:
Write comments

Like

রিসেন্ট পেজ ভিউ