এখনই খেলুন, দেশী অ্যান্ড্রয়েড গেম "চোর, ডাকাত, পুলিশ, বাবু"

Tuesday, August 18, 2015

ব্লগারের পোস্টের এড্রেস কিভাবে পরিবর্তন করবেন কাস্টম পারমালিঙ্ক (Custom Permalink) দ্বারা ?

  icon
বার দেখা হয়েছে.

Custom Permalink

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশানের জন্য আপনার সাইটে পোস্টের এড্রেসটা (Url) ফ্রেন্ডলি (Friendly) হওয়া প্রয়োজন । এতে করে সার্চ ইঞ্জিন আপনার সাইটের পোস্ট সম্পর্কে যথেষ্ট ধারনা পাবে । ব্লগারে পোস্টের এড্রেস ফ্রেন্ডলি (Friendly) করার উপায় হচ্ছে কাস্টম পারমালিঙ্ক (Custom Permalink) যোগ করা । এই পোস্টটির ভিতর দেখান হবে ব্লগারের কিভাবে পোস্টের  কাস্টম পারমালিঙ্ক (Custom Permalink) তৈরি করতে হয়।

 ব্লগারে কাস্টম পারমালিঙ্ক (Custom Permalink) যোগ করার পদ্ধতিঃ


ধাপ-১ঃ প্রথমে ব্লগার ড্যাশবোর্ডে যান। যেই পোস্টের এড্রেস পরিবর্তন করতে চান সেটার এডিটে (Edit) ক্লিক করুন। পোস্ট সেটিং (Setting)→ পারমালিঙ্কে → কাস্টম পারমালিঙ্ক ক্লিক করুন।

Custom Permalink Add

ধাপ-২ঃ এখানে আপনার পছন্দমত এড্রেস (Address) দিতে পারবেন।
ধাপ-৩ঃ কাজ হয়ে গেলে পোস্ট সেভ (Save) বা পাবলিশ (Publish) করে বের হয়ে আসুন।

No comments:
Write comments

Like

রিসেন্ট পেজ ভিউ