যারা উইন্ডোজ ১০ যারা নতুন ব্যাবহার শুরু করেছেন তাদের অনেকেরি অভ্র ইন্সটল থাকার পরও বাংলা টাইপিং এ সমস্যা হয়। কারন উইন্ডোজ ১০ এ নতুন ভাবে অনেক কিছু যোগ করা হয়েছে, তাই কোথায় কোন সমস্যার সমাধান আছে তা বুঝতেই অনেক সময় লেগে যায়, তো চলুন এই বাংলা ফন্ট সমস্যার সমাধান কিভাবে করতে হয় তা দেখা যাক।
উইন্ডোজ ১০ বাংলা ফন্ট সমস্যার সমাধানের পদ্ধতিঃ


ধাপ-১ঃ প্রথমে অভ্র (Avro) ডাউনলোড করে ইন্সটল (Install) করে নিন।এখানে
এরপর কম্পিউটার থেকে কন্ট্রোল পানেলে (Control Panel) ভিতর থেকে ল্যাঙ্গুয়েজ (Language) সিলেক্ট (Select) করুন।
ধাপ-২ঃ এরপর অ্যাড এ ল্যাঙ্গুয়েজে (Add A Language) → বাংলা → বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করে অ্যাডে (Add) ক্লিক করুন। বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যাবে।
ধাপ-৩ঃ এখন কম্পিউটারের টাস্কবার (Taskbar) "বাং" তে ক্লিক করুন। এরপর ল্যাঙ্গুয়েজ প্রিফারেঞ্চেসে (Language Preferences) ক্লিক করুন। এরপর বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করে অপশনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করুন।
ডাউনলোড হয়ে গেলে ল্যাঙ্গুয়েজ প্যাক ইন্সটল হয়ে যাবে। ব্যাস কাজ শেষ।
এরপর কম্পিউটার থেকে কন্ট্রোল পানেলে (Control Panel) ভিতর থেকে ল্যাঙ্গুয়েজ (Language) সিলেক্ট (Select) করুন।


ধাপ-২ঃ এরপর অ্যাড এ ল্যাঙ্গুয়েজে (Add A Language) → বাংলা → বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করে অ্যাডে (Add) ক্লিক করুন। বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যাবে।


ধাপ-৩ঃ এখন কম্পিউটারের টাস্কবার (Taskbar) "বাং" তে ক্লিক করুন। এরপর ল্যাঙ্গুয়েজ প্রিফারেঞ্চেসে (Language Preferences) ক্লিক করুন। এরপর বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করে অপশনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করুন।


ডাউনলোড হয়ে গেলে ল্যাঙ্গুয়েজ প্যাক ইন্সটল হয়ে যাবে। ব্যাস কাজ শেষ।
(Y)
ReplyDeleteThanks for this important topic . I alwayse want to know about this . But I can't found it . But in your post I get .
ReplyDeletebondhu বন্ধু এমন আসে। আপনার ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করলাম কিন্তু হলো না। কি যে করি?? ঝামেলায় আছি। এমএস ওয়ার্ডেও সমস্যা আরো বেশি :(
ReplyDeleteSorry, a video tutorial related to this post will be published soon. Please wait. Hope you'll get the solution soon.
Deletehttps://youtu.be/yhbaaQJWUGM?list=PL6r9Jj8DqtzglwddrhkXed7w1PimQtTUp
Delete