এখনই খেলুন, দেশী অ্যান্ড্রয়েড গেম "চোর, ডাকাত, পুলিশ, বাবু"

Wednesday, August 26, 2015

ভিডিও ল্যান ক্লায়েন্ট মিডিয়া প্লেয়ারের মাধ্যমে কিভাবে যেকোনো ভিডিও ফাইলের স্ক্রীনশট (ScreenShot) নেওয়া যায় ?

  icon
বার দেখা হয়েছে.

Vlc MediaPlayer ScreenShot

ভি এল সি মিডিয়া প্লেয়ারের (VLC Media Player) মাধ্যমে  স্ক্রীনশট (ScreenShot) নেওয়ার বেশ কয়েকটা পদ্ধতি আছে নিচে তা পর্যায়ক্রমে দেয়া হল।

ভি এল সি মিডিয়া প্লেয়ারের (VLC Media Player) মাধ্যমে স্ক্রীনশট (ScreenShot) নেওয়ার পদ্ধতিঃ


পদ্ধতি-১ঃ কী-বোর্ডের হট-কী (Hot Keys) ব্যবহার করে।

প্রথমে ভি এল সি (VLC) মিডিয়া প্লেয়ারেরটি ওপেন (Open) করুন যেকোনো ভিডিও এর মাধ্যমে।
(For Windows) উইন্ডোজের জন্যঃ কী-বোর্ড থেকে Shift + s বা Ctrl + Alt + S কী (Key) চাপুন।
            (For Mac) ম্যাকের জন্যঃ Command + Alt + S ।

পদ্ধতি-২ঃ ভিডিও মেনুর মাধ্যমে।

ঊপরের দিকের ভিডিও মেনুতে (Video Menu) ভিডিও থেকে টেক স্নাপশটে (Take Snapshot) ক্লিক করুন।

take snapshot

পদ্ধতি-৩ঃ এডভ্যানসড কন্ট্রোলস বাটনের (Advanced Controls Button) মাধ্যমে।

(Video Menu)

ধাপ-১ঃ ঊপরের দিকের ভিডিও মেনুতে (Video Menu) ভিউতে (View) ক্লিক (Click) করুন।

Advanced Controls Button

ধাপ-২ঃ ভিউ এর ভিতর এডভ্যানসড কন্ট্রোলসে (Advanced Controls) ক্লিক করুন। নিচের দিকে দেখুন এডভ্যানসড কন্ট্রোলসে বাটন (Button) চলে এসেছে। এটার মাধ্যমে আপনি অসংখ্য স্ক্রীনশটও  নিতে পারবেন আবার স্ক্রীন রেকর্ডও (Screen Record) করতে পারবেন ঝামেলা ছাড়া।

No comments:
Write comments

Like

রিসেন্ট পেজ ভিউ