এখনই খেলুন, দেশী অ্যান্ড্রয়েড গেম "চোর, ডাকাত, পুলিশ, বাবু"

Monday, August 24, 2015

ব্লগারে কিভাবে ফেসবুক লইক/ শেয়ার বাটন যোগ করবেন ?

  icon
বার দেখা হয়েছে.

Like and Share button


ব্লগারে ফেসবুক লইক বা শেয়ার বাটন  যোগ করার

পদ্ধতিঃ


 ধাপ-১ঃ প্রথমে মজিলা ফায়ারফক্সে (Mozilla Firefox) অ্যাড অন্স (Add-ons) টা ইন্সটল (Install) করে নিন ।

Parse Html For Blogger

ধাপ-২ঃ ফেসবুকে লগিন (Login) করা অবস্থায় এই ওয়েবসাইট এ প্রবেশ করুন। এখানে=>
ধাপ-৩ঃ  URL to Like এ আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখুন।
(উদাহারনঃ http://satunes4u.blogspot.com)
ধাপ-৪ঃ তারপর নিচে Get Code এ ক্লিক করুন। Your Plugin Code নামে একটা বক্স আসবে।

Fb Plugin Code

ধাপ-৫ঃ ১ম ঘর থেকে কোড টা কপি (Copy) করুন। এরপর আপনার ব্রাউজারে (Browser) নিচের মত আইকন টিতে ক্লিক করুন।

Parse Button

ধাপ-৬ঃ Parse Html এ কোড গুলো Paste করে Parse  বাটন এ ক্লিক করুন।

Parse Box

ধাপ-৭ঃ এখান থেকে কোড গুলো কপি করে ব্লগার ড্যাশবোর্ডে যান। তারপর টেম্পলেট (Template) থেকে এডিট এইচটিএমএল (Edit Html) এ ক্লিক করুন।

Template Box    Edit Box

ধাপ-৮ঃ নিচের কোডটি খুঁজে বের করুন।
</body>
এই কোডটার উপরে Prase Html থেকে কপি করা কোড টি Paste করে দিন।

Fb Plugin Code

ধাপ-৯ঃ এবার  ব্লগার ড্যাশবোর্ড যান থেকে লেআউটে (Layout) যান। ২ নং ঘর থেকে কোড গুলো কপি করে একটি নতুন এইচটিএমএল উইজেটে (Html Widget) যোগ করুন । যেখানে আপনি ফেসবুক লইক/ শেয়ার বাটন রাখতে চান।

Layout Box    Add a Gadget

Html/Javascript

ধাপ-১০ঃ উইজেটটা সেভ (Save) করুন যোগ করার পর।

No comments:
Write comments

Like

রিসেন্ট পেজ ভিউ